কচুয়া উপজেলার রহিমানগর বাজারে হোটেলে প্রয়োজনীয় কাগজপত্র, অস্বাস্থ্যকর পরিবেশে হোটেল ব্যবসা, মুদি দোকানে প্রয়োজনীয় কাগজপত্র ও মোড়ক হিসাবে পাট জাতীয় দ্রব্যের ব্যবহার না করায়, ট্রাক, সিএনজি এবং মালবাহী পিকআপ লাইসেন্স ছাড়া চালানোর অপরাধে ৮ হাজার ৫ শ’ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (৭ আগস্ট) বিকেলে উপজেলার রহিমানগর বাজারের নিউ রাজ হোটেল এন্ড রেস্টুরেন্টে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ও অস্বাস্থ্যকর পরিবেশে হোটেল পরিচালনা করায় ভোক্তা অধিকার আইনের ৪৩ ধারায় ৪০০০ টাকা জরিমানা,
ভাই ভাই স্টোরে পাটের তৈরি বস্তা বাধ্যতামূলকভাবে পন্যের মোড়ক হিসেবে ব্যবহার না করে প্লাষ্টিক-পলিথিন জাতীয় বস্তা ব্যবহার করা ও দোকানের প্রয়োজনীয় কাগজপত্র না থাকার অপরাধে পন্য আইন এর ১৩ ধারায় ৩ হাজার টাকা জরিমানা,
প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া ট্রাক, সিএনজি এবং মালবাহী পিকআপ চালানোর অপরাধে মোটর যান আইনের ১৩৮ ধারায় ড্রাইভারকে ১ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি ) রুমন দে এ দন্ডাদেশ প্রদান করেন।
প্রতিবেদক- জিসান আহমেদ নান্নু