চাঁদপুর কচুয়া উপজেলার মাসনীগাছা মডেল একাডেমীর বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী সভা শনিবার দুপুরে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হাফেজ মাওঃ আবু সাঈদ মজুমদারের সভাপতিত্বে ও বিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ মোজাম্মেল হোসাইনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন-১২নং আশরাফপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী মোঃ আসাদুজ্জামান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন-মাসনীগাছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিন উল্ল্যাহ, সহকারি শিক্ষক আক্তারুজ্জামান ও যুবলীগ নেতা আবুল বাশার নবু।
এসময় স্কুল পরিচালনা কমিটির সদস্য হারুনুর রশীদ মজুমদার, ফজলুল হক মজুমদার, রফিকুল ইসলাম, আলী আক্কাস মিয়া, ডাঃ আশ্রাফ আলী মজুমদার, জামাল হোসেন সহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
: আপডেট ১০:৫২ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৬, শনিবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur