কচুয়ার মাঘী পূর্ণিমা উৎসবের প্রস্তুতিসভা

চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার জগন্নাথ ধাম পূজা ও সাংস্কৃতিক সংঘের কার্যালয়ে মাঘী পূর্ণিমা উৎসবের পূর্ব প্রস্তুতিসভা শুক্রবার বিকালে অনুষ্ঠিত হয়েছে।

সাচার জগন্নাথ ধাম পূজা ও সাংস্কৃতিক সংঘের সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক তিমির সেন গুপ্তের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, সংঘের সাধারণ সম্পাদক নিখিল চন্দ্র দাস, কীর্ত্তন কমিটির সভাপতি দ্বীপক দাস, সাধারণ সম্পাদক সমীর গোপ, নন্দী দুলাল দাস, প্রদীপ কুমার গোপ, সুকদেব গোস্বামী ও নিমাই সরকার প্রমুখ। উল্লেখ্য যে, সাচার জগন্নাথ মন্দিরে হিন্দু সম্প্রদায়ের মাঘী পূর্ণিমা উৎসব উপলক্ষ্যে আগামী ১৩ইং ফেব্রুয়ারী হতে ২০ ফেব্রুয়ারী পর্যন্ত শ্রী-মদভগবত পাঠ, ২১-২৫ ফেব্রুয়ারী পর্যন্ত শ্রী শ্রী হরিনাম মহাযজ্ঞ, ২৬ ফেব্রুয়ারী মহা উৎসব, নিলা কীত্তন ও মহা প্রসাদ বিতরণ করা হবে।

এতে ভক্তদের জন্য দিনরাত প্রসাদ বিতরণ হবে। অনুষ্ঠানে হিন্দু সম্প্রদায়ের সবাইকে উপস্থিত থাকার জন্য কীর্ত্তন কমিটির পক্ষ থেকে বিশেষ ভাবে নিমন্ত্রন করা হয়েছে।

কচুয়া: সাচার জগন্নাথ ধাম পূজা ও সাংস্কৃতিক সংঘের কার্যালয়ে মাঘী পূর্ণিমা উৎসব উপলক্ষে প্রস্তুতি সভায় উপস্থিত নেতৃবৃন্দ।

জিসান আহমেদ নান্নু, কচুয়া করেসপন্ডেন্ট

: আপডেট ০৭:৩০ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৬, শনিবার

ডিএইচ

Share