কচুয়ার মনোহরপুর ফাযিল মাদ্রাসার একাডেমিক ভবন উদ্বোধন

চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী মনোরপুর ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার নতুন একাডেমিক ভবন উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার বিকালে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি প্রধান অতিথি হিসেবে ওই ভবনের কার্যক্রম উদ্বোধন করেন।

উপজেলা চেয়ারম্যান ও মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মো.শাহজাহান শিশিরের সভাপতিত্বে ও যুবলীগ নেতা সোহেল সরকারের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,পৌর মেয়র নাজমুল আলম স্বপন, পৌর আওয়ামীলীগের সভাপতি আকতার হোসেন সোহেল ভূইঁয়া,ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম সওদাগর, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন সিকদার, মনোরপুর ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মাও. জহিরুল ইসলাম পাটওয়ারী, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক মো. শাহজালাল প্রধান জালাল, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো.জহিরুল ইসলাম. সাধারন সম্পাদক মোফাচ্ছের হোসেন খান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইব্রাহীম খলিল বাদল,সাধারন সম্পাদক এসএম জাকির হোসেন সবুজ,ইউনিয়ন যুবলীগের আহবায়ক মো.তারেক শামস মিঠু,যুগ্ন-আহবায়ক মো.জসিম উদ্দিন প্রধান প্রমুখ।

এসময় মনোরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আবুল খায়ের,যুবলীগ নেতা গাজী ফারুক,ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ফরহাদ হোসেন রিয়াদসহ উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও মাদ্রাসার শিক্ষক,শিক্ষার্থী, অভিভাবকগন উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২২ মার্চ ২০২২

Share