কচুয়া উপজেলার বারৈয়ারা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য নির্বাচন শান্তিপূর্ন ও উৎসবমূখর পরিবেশে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোটগ্রহন অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের মোট ৫শ ৭৭ জন ভোটারের মধ্যে ৪শ ৫৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে। তন্মধ্যে ৫৫ ভোট বাতিল করা হয়।
সর্বোচ্চ ২শ ৩ ভোট পেয়ে সাবেক ইউপি সদস্য মো. সালাউদ্দিন মিয়াজী প্রথম, ১শ ৮৯ ভোট পেয়ে বিশিষ্ট ব্যবসায়ী মো. নাছির উদ্দিন দ্বিতীয়,১শ ৬৩ ভোট পেয়ে সমাজসেবক মো. ওয়াদদু বেপারী তৃতীয় ও ১শ ৪৮ ভোট পেয়ে মো. গিয়াস উদ্দিন মোল্লা চতুর্থ স্থান লাভ করে।
নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আলী আশ্রাফ খান। এসময় ইউপি চেয়ারম্যান আক্কাছ আলী মোল্লা,দাউদকান্দির মোহাম্মদপুর ইউপি চেয়ারম্যান দুলাল আহমেদ,বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল খালেক তালুকদার,প্রধান শিক্ষক বিল্লাল হোসেন সরকার সহ পুলিশ প্রশাসন ও মিডিয়াকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১৪ জুন ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur