উপজেলা সংবাদ

কচুয়ার পালাখাল উচ্চ বিদ্যালয়ে নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা

জিসান আহমেদ নান্নু, কচুয়া :

কচুয়া উপজেলার পালাখাল উচ্চ বিদ্যালয়ের নব নির্বাচিত ম্যানেজিং কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয়ে এ পরিচিতি সভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে পরিচিত সভায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল খালেক দেওয়ানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদ উল্যাহ পাটওয়ারী,সহকারী প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, প্যানেল চেয়ারম্যান আঃ খালেক, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও পালাখাল উচ্চ বিদ্যালয়ের নব নির্বাচিত ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মোঃ ইমাম হোসেন সোহাগ, সদস্য স্বাধীন চৌধুরী, জসিম উদ্দিন প্রধান, আঃ মোতালিব, মহিলা অভিভাবক প্রতিনিধি জোহরা বেগম, শিক্ষক প্রতিনিধি বেনু মাধব দাশ, শিপ্রা রানী, সুজন চন্দ্র চৌধুরী, ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ মাহবুব আলম বরকান্দাজ, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ অলি উল্যাহ প্রধান প্রমুখ।

সভায় সকল সদস্যদের উপস্থিতিতে এ বিদ্যালয়ের বিদ্যুৎসাহী সদস্য হিসেবে ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান মোঃ আঃ খালেককে নির্বাচিত করা হয়।

Share