তথ্য প্রযুক্তির সহায়তা শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে উন্নয়ন শীর্ষক প্রকল্প কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী নূরুল আজাদ কলেজে অত্যাধুনিক ৪তলা ভিত বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়েছে।
২৩ অক্টোবর শনিবার বিকালে নূরুল আজাদ কলেজের একাডেমিক ভবনের প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সেলিম মিয়ার সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক মো. জহিরুল ইসলাম প্রধানের পরিচালনায় পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,রংপুর বেগম রোকেয়া বিশ^বিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. মেজর নাজমুল আহসান কলিমউল্যাহ,উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সুলতানা খানম জেলা পরিষদের সদস্য রওনক আরা রত্না, ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম লাল,সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাড. হেলাল উদ্দিন,উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক শাহজালাল প্রধান জালাল প্রমুখ। বক্তব্য রাখেন,ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম,সাধারন সম্পাদক আবুল হাসানাত,আওয়ামী লীগ নেতা হানিফ মিয়া প্রমুখ।
এসময় উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ন আহ্বায়ক সোহাগ উদ্দীন, সাবেক সভাপতি ইঞ্জি. ইব্রাহিম খলিল বাদল,সাধারন সম্পাদক এস.এম জাকির হোসেন সবুজ,ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মুক্তার মজুমদার,বর্তমান আহ্বায়ক সফিউল্যাহ সফি,যুগ্ন আহ্বায়ক আমির হোসেন,সাবেক ছাত্রলীগ নেতা মেজবাহ উদ্দিন প্রধান,ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন আহ্বায়ক রাসেল প্রধান সহ আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২৩ অক্টোবর ২০২১