কচুয়ার নলুয়া বাজার জামে মসজিদ ও রাস্তা সংস্কারের কাজ পরিদর্শন

চাঁদপুরের কচুয়া উপজেলার নলুয়া বাজার জামে মসজিদের নির্মান কাজ ও রাস্তা সংস্কারের কাজ পরিদর্শন করেছেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইঞ্জি. একেএম আব্দুল মোতালেব।

১ জুন মঙ্গলবার বিকালে নির্মানাধীন নলুয়া বাজার সংলগ্ন জামে মসজিদের টাইলস ও অন্যান্য নির্মান কাজ সার্বিক খোঁজ খবর ও শিশু সদন এতিম খানার সামনে ভাঙ্গা রাস্তা সংস্কার কাজ ইঞ্জি. আব্দুল মোতালেব নিজ অর্থায়নে করে দেন।

এসময় বিশিষ্ট সমাজসেবক নাছির উদ্দিন প্রধান,চ্যানেল আইয়ের সিনিয়র ফটোগ্রাফার মহসিন হোসেন,আমির হোসেন মাষ্টার,আওয়ামী লীগ নেতা সফিউল্যাহ,কবির হোসেন,ছাত্রলীগ নেতা সুমন মিয়াজীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিবেদক;জিসান আহমেদ নান্নু

Share