চাঁদপুর কচুয়া উপজেলার পল্লীতে অবস্থিত তুলপাই দক্ষিণ বাজার হতে বেরীবাধ হয়ে তুলপাই সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত প্রায় দুই কিলোমিটার কাঁচা রাস্তার বেহাল দশায় পরিণত হয়েছে।
চলতি মৌসুমে অতিবৃষ্টি হওয়ায় রাস্তাটি পাকাকরণ না করায় জনচলাচলে চরম দূর্ভোগ দেখা দিয়েছে।
রাস্তাটি পাকাকরণের জন্য গত বছরের ২৩ ডিসেম্বর উদ্বোধন করণ করা হলেও উদ্বোধনের ৬ মাস পেরিয়ে গেলেও আদৌ পর্যন্ত দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার কাজ শুরু করেননি। ফলে দায়িত্ব প্রাপ্ত ঠিকাদারের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন ভোক্তভোগী গ্রামবাসী।
স্থানীয় তুলপাই গ্রামের অধিবাসী ইউপি সদস্য গোলাম খাজা, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেফায়েত উল্লাহ খোকন বিএসসি জানান, এ রাস্তা দিয়ে প্রতিদিন শত শত লোকজন যাতায়াত করছে। একটু বৃষ্টি হলেই রাস্তা দিয়ে চলাচলের অনুপযোগী হয়ে পরে। বিশেষ করে বর্ষা মৌসুমে গর্ত ও রাস্তা ভেঙ্গে পড়ায় বৃষ্টি হতে না হতে চলাচল করা যায় না। বিকল্প রাস্তা না থাকায় সাধারণ কৃষক, শিক্ষার্থী ও গ্রামবাসী ভোগান্তির মধ্য দিয়ে রয়েছে দিনের পর দিন।
প্রতিবেদক : জিসান আহমেদ নান্নু, কচুয়া
আপডেট,বাংলাদেশ সময় ১১ : ৩৪ এএম, ২ জুলাই ২০১৭,রোববার
এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur