কচুয়ার কড়ইয়া ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির মতবিনিময় সভা

যে এলাকার মানুষ যত বেশি সচেতন  সে এলাকা তত বেশি শান্তিপ্রিয় : এএসপি হাজীগঞ্জ সার্কেল আঃ হানিফ

জিসান আহমেদ নান্নু, কচুয়া  | আপডেট: ০৯:৩৮ অপরাহ্ণ, ৩১ আগস্ট ২০১৫, সোমবার

কচুয়া উপজেলার ৯নং কড়ইয়া ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির মতবিনিময় সভা সোমবার বিকেল ৩টায় উপজেলার নলুয়া শিশু সনদ এতিমখানার মাঠে অনুষ্ঠিত হয়েছে।

ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি জিএম খোরশেদ আলমের সভাপতিত্বে ও সাধারই সম্পাদক আবু বকর মিয়াজীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মো. আ. হানিফ বলেন, যে এলাকার মানুষ যত বেশি সচেতন সে এলাকা ততো বেশি শান্তিপ্রিয়। যারা যতো বড় সন্ত্রাসী তারা সকলেই মাদকের সাথে জড়িত। মাদকের ভয়াবহতা থেকে যুব সমাজকে রক্ষা করতে সকলে সচেতন থাকতে হবে। কমিউনিটি পুলিশিং কমিটির মাধ্যমে সে সকল অপরাধীদের শনাক্ত করে সমাজকে অপরাধমুক্ত রাখতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইব্রাহিম খলিল, কচুয়া উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি যুদ্ধকালীন কমান্ডার আবদুর রশিদ পাঠান ও সাধারণ সম্পাদক প্রাণধন দে।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইউনিয়ন চেয়ারম্যান আমিনুল ইসলাম মালেক, মুক্তিযোদ্ধা আনোয়ার সিকদার, ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ডাঃ এনামুল হক মিন্টু, ইউপি সদস্য ওমর ফারুক, ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম প্রমুখ।

এসময় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, বাজার ব্যবসায়ী, কমিউনিটি পুলিশিং কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

চাঁদপুর টাইমস : এমআরআর/২০১৫

Share