চাঁদপুর জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল কচুয়া উপজেলার ঐতিহাসিক ‘মনসামুড়া’ দর্শনীয় ব্রান্ডিং স্থান পরিদর্শন করেছেন।
সোমবার (৪ ডিসেম্বর) বিকেলে উপজেলার ভূইয়ারা গ্রামে অবস্থিত ঐতিহাসিক এ নিদর্শন স্থান মনসামুড়া পরিদর্শন কালে বলেন, মনসামুড়া চাঁদপুর জেলা তথা বাংলাদেশের গৌরব। মনসামুড়ার কারণে এ জেলাকে অনেক পরিচিত করে তুলেছে। জেলা ব্রান্ডিং এর আওতায় ঐতিহ্যবাহী এ মনসামুড়ার সৌন্দর্য ও এটাকে সংস্কারের মাধ্যমে পর্যটক প্রিয় এলাকা হিসেব গড়ে তোলা হবে।
এসময় তিনি মনসামুড়ার প্রকৃত ইতিহাস, এটি কিভাবে সৃষ্টি লগ্ন হয়েছে। এর যাবতীয় খোজখবর এবং বেশ কিছু সময় অবস্থান করেন।
মনসামুড়ার ঐতিহ্য তুলে ধরে বক্তব্য রাখেন, স্থানীয় ইউপি সদস্য জহিরুল ইসলাম, সাবেক ইউপি সদস্য যতিন্দ্র বাবু, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি প্রানধন দে প্রমুখ।
পরিদর্শন কালে অন্যান্যর মধ্যে ভারপ্রাপ্ত কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে, চাঁদপুর পুরান বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, বিশিষ্ট লেখক ডা. পীযুষ কান্তি বড়–য়া, জেলা কালচারাল অফিসার মোঃ আবদুল্লাহ, কচুয়া প্রেসক্লাবের সভাপতি প্রিয়তোষ পোদ্দার, সাবেক সভাপতি আবুল হোসেন, সিনিয়র সহ-সভাপতি রাকিবুল হাসান, সাধারণ সম্পাদক মানিক ভৌমিক, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ফনি ভুষণ মজুমদার তাপু, সাধারণ সম্পাদক বিকাশ সাহা, সিংআড্ডা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র দাস, ভূইয়ার উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক দুলাল চন্দ্র সরকার, মনসামুড়া মন্দির কমিটির সভাপতি ডাঃ হারাধন চন্দ্র দে, বিশিষ্ট সমাজ সেবক ডাঃ গুরুপদ চন্দ্র দে সহ এলাকার বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক- জিসান আহমেদ নান্নু
: আপডেট, বাংলাদেশ সময় ১১:১০ পিএম, ০৪ ডিসেম্বর ২০১৭, সোমবার
ডিএইচ