কচুয়ার উত্তর শিবপুরে ফুটবল ফাইনাল টুর্নামেন্ট সম্পন্ন

চাঁদপুরের কচুয়া উপজেলার উত্তর শিবপুর সেবাব্রত সংঘের উদ্যোগে স্বর্গীয় মানিক বনিক ও উত্তম বনিকের স্মৃতির স্মরনে প্রীতি মিনি ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে উত্তর শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আমেরিক প্রবাসী বাবুল বনিকের সহযোগিতায় এ ফাইনাল খেলার আয়োজন করা হয়।

খেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নন্দনপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক জগন্নাথ চন্দ্র বনিক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য হুমায়ুন কবির সুজন,উত্তরশিবুপর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি জিসান আহমেদ,সাংবাদিক জিসান আহমেদ নান্নু,বিশিষ্ট ব্যবসায়ী রাজীব পাটওয়ারী,সেলিম দেওয়ান,দিরেন্দ্র চন্দ্র শীল ও শাহাবুদ্দিন সরকার প্রমুখ। ফাইনাল খেলায় টিম ইন্দ্রপ্রস্থ ও টিম দ্বারকা খেলোয়ার অংশগ্রহন করেন। পরে টিম দ্বারকা কে হারিয়ে টিম ইন্দ্রপ্রস্থ খেলোয়াররা চ্যাম্পিয়ান হয়। পরে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ান খেলোয়ারদের মাঝে ট্রফি তুলে দেন। এসময় সেবাব্রত সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থি ছিলেন।

উল্লেখ্য যে, উত্তরশিবপুর সেবাব্রত সংঘটি প্রতিষ্ঠার পর থেকে রাষ্ট্রীয় ও সামাজিক অনুষ্ঠানের পাশাপাশি বিভিন্ন কর্মসূচি পালন করেছে। বিশেষ করে করোনার সময় মানুষকে সচেতন,ত্রান বিতরন,সুরক্ষা সামগ্রী বিতরন,বাল্যবিয়ে প্রতিরোধ,মাদকের কুফল,শিক্ষাবৃত্তি,অসহায় পরিবারের পাশে সহযোগিতা প্রদান,বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজ করে আসছে।

সংঘের নেতৃবৃন্দ সমসময় সামাজিক ভাবে কোনো দুস্থ পরিবারের শিক্ষার্থীরা আর্থিক কারনে পড়াশুনা বন্ধ এমন সংবাদ শুনে তাদের পড়াশুনা চালিয়ে যাওয়ার জন্য আর্থিক সহযোগিতা করেছেন। ভবিষ্যতেও উত্তরশিবপুর সেবাব্রত সংঘটি মানুষের পাশে থেকে ভালো কাজ করবে। তাই সংঘটিকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেছেন সেবাব্রত সংঘের নেতৃবৃন্দ।

প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু, ২২ জুলাই ২০২২

Share