চাঁদপুরের কচুয়া উপজেলার ১২ নং আশ্রাফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবদল নেতা মাসুদ এলাহী সুবাসকে চাঁদপুরের কারাগারে প্রেরণ করেছে আদালত।
তিনি গতকাল বুধবার দুপুরে চাঁদপুরের বিজ্ঞ আদালতে কচুয়া থানা পুলিশের দায়েরকৃত বিশেষ ক্ষমতা আইনে মামলার জামিন চাইতে গেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ মামুনুর রশিদ তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
এ বিষয়ে চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম আহাবয়ক, অ্যাড. সেলিম উল্যাহ সেলিম বলেন, যুবদল নেতা মাসুদ এলাহীকে রাজনৈতিক হয়রানীর জন্যে নানা ষড়যন্ত্র করে তার বিরুদ্ধে একের এক মামলা দেয়া হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।
প্রসঙ্গত, যুবদল নেতা মাসুদ এলাহী হিন্দু ধর্ম থেকে মুসলমান ধর্ম গ্রহণ করেছেন। তিনি সংশ্লিষ্ট ইউনিয়নের টানা দু’বার নির্বাচিত ইউপি চেয়ারম্যান।
আরো পড়ুন- কিশোরীকে আশ্রয় না দিয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে পিতার ধর্ষণ মামলা
স্টাফ করেসপন্ডেন্ট, কচুয়া