কচুয়া সাবেক উপজেলা চেয়ারম্যান শিশির জামিনে মুক্ত

কচুয়া উপজেলা পরিষদের দু’বারের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: শাহজাহান শিশির টানা ৩৬ দিন কারাভোগের পর অবশেষে জামিনে মুক্তি পেয়েছেন।

বিজ্ঞ আদালতের মাধ্যমে তিনি সোমবার সন্ধ্যায় (১৫ সেপ্টেম্বর) চাঁদপুরের জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। এর আগে তিনি কচুয়ার একটি রাজনৈতিক মামলায় ১০আগষ্ট সকালে ঢাকার মালিবাগ নিজ বাসা থেকে ডিবি পুলিশের হাতে আটক হন। বর্তমানে তিনি মাথায় টিউমার জনিত কারনে মারাত্মক ভাবে অসুস্থ্য রয়েছেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১৬ সেপ্টেম্বর ২০২৫