কচুয়া সাচার বাজারে দুই হসপিটালকে জরিমানা

চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার বাজারে বেসরকারি হসপিটাল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে দুই ডায়াগনস্টিক হাসপাতালকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার উপজেলার সাচার দুই বেসরকারি সেবা দানকারী প্রতিষ্ঠানে নানা অনিয়ম ও ত্রুটির অভিযোগে এসব জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কচুয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি।

এ সময় বিভিন্ন ধরনের ত্রুটি ও অনিয়ম এবং সরকারি স্বাস্থ্য নীতিমালা না মানায় সাচার সেন্ট্রাল হসপিটালে অপারেশন থিয়েটার ডাক্তার ব্যতিত পরিচালনা করায় ৫০ হাজার টাকা ও মূল্য তালিকা না থাকায় আল শিফা হাসপাতালকে ৫ হাজার জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলার সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি জানান, বিভিন্ন অনিয়ম ও ত্রুটির কারণে উপজেলার সাচার ২ টি হাসপাতালকে জরিমানা করা হয়েছে ও বাকি অন্যান্য হাসপাতালকে সরকারি নীতিমালা অনুযায়ী পরিচালনা করার নির্দেশনা প্রদান করা হয়েছে।

এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার জাহিদ হাসান, উপজেলা স্যানিটেশন ইন্সপেক্টর আহসান উল্লাহসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২০ মে ২০২৫