কচুয়া উপজেলার সাচার বাজারে কেন্দ্রীয় মসজিদ রোডে ৩টি মুদি দোকানে কৌশলে টিন কেটে দোকানে প্রবেশ করে দোকানে থাকা নগদ টাকা লুটে নেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ব্যবসায়ীদের মাঝে হতাশা ও ভয়ভীতি দেখা দিয়েছে।
ক্ষতিগ্রস্থ সাচার বাজারের সুমাইয়া স্টোরের পরিচালক কাউছার আলম, আনিসা স্টোরের পরিচালক ছফিউল্লাহ ও ফারুক স্টোরের পরিচালক আব্দুল করিম জানান, বুুধবার রাতে অজ্ঞাত চোর তাদের ৩টি দোকানে পেছনের টিন কেটে দোকানে প্রবেশ করে। এসময় কাউছার আলমের ক্যাশে থাকা সারে ৪লক্ষ, ছফিউল্লাহর সাওে ৩ লক্ষ ও আব্দুল করিমের ৪০ হাজার টাকাসহ মোট ৯ লক্ষ টাকা লুটে নিয়ে যায়। খবর পেয়ে স্থানীয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) আনোয়ার হোসেন ও সাচার বাজার সেক্রেটারি জিয়া উদ্দিন মজুমদার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এব্যাপারে সাচার বাজার সেক্রেটারি জিয়া উদ্দিন বলেছেন, বিষয়টি খুবই দু:খজনক। দোকানে থাকা সিসি টিভির ফুটেজ দেখে প্রশাসনের সহায়তায় চোর চক্রকে শনাক্তের প্রচেষ্টা চলছে।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,১৩ ডিসেম্বর ২০২৪