চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার বাজারে যেকোনো বিশৃঙ্খলা এড়াতে শান্তিপূর্ণ অবস্থা বজয়া রাখার লক্ষে মিছিল ও শান্তি সমাবেশ করা হয়েছে। উপজেলা জামায়াতের উদ্যোগে বুধবার বিকেলে সাচার বাজার পুলিশ ফাঁড়ি সংলগ্ন আল আকসা জামে মসজিদের সামনে থেকে কয়েক শতাধিক জামায়াত-শিবিরের নেতাকর্মীদের নিয়ে মিছিলটি শুরু হয়ে সাচার উত্তর বাজার, সাচার দক্ষিণ বাজারসহ বিভিন্ন সড়কে পদক্ষীণ শেষে সাচার পশ্চিম বাজারে পথসভা অনুষ্ঠিত হয়।
সাচার ইউনিয়ন জামায়াতের আমির মো. অহিদুজ্জামান মীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি হাফেজ মো. দেলোয়ার হোসেন। বক্তব্য রাখেন, সাচার ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো. আবু তাহের মাসুম, ৭নং ওয়ার্ড এর সভাপতি আবু ইউসুফ, সহ সভাপতি মাও. মো. কামরুল হুদা, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সহ সভাপতি মো. আইয়ুব আলী মোল্লা, সেক্রেটারি গাজী ইমরান, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কচুয়া উপজেলা উত্তর এর সভাপতি মো. জাহিদুল ইসলাম প্রমুখ। এসময় বক্তরা বলেন, ৫ আগষ্ট শেখ হাসিনা সরকার পতনের পর থেকে সাচারে হিন্দু সম্প্রদায়সহ সাচার বাজারের ব্যবসায়ীদের নিরাপত্তায় কাজ করে যাচ্ছে জামায়াতের নেতাকর্মীগন। বিশেষ করে সাচার মন্দির রক্ষায় হিন্দু নেতৃবৃন্দদের নিয়ে দফায় দফায় বৈঠকসহ হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করনে কাজ করছে। কিন্তু অতি উৎসাহী কয়েকজন হিন্দু আন্দোলনে যাওয়ার প্রস্তুতি নেয়ার খবর পেয়ে পুনরায় সাচার মন্দিরে বুধবার বিকেলে সাচার গ্রামের হিন্দু সম্প্রদায়ের লোকজনের সাথে সাচার জগন্নাথ মন্দিরে মতবিনিময় করেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১৪ আগস্ট ২০২৪