চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী সাচার জগন্নাথ ধাম পূজা ও সাংস্কৃতিক সংঘের বার্ষিক রথযাত্রা উপলক্ষে সাচার বাজারের কোটি টাকায় নির্মিত পাকা সড়ক বেদখলে রাখা সড়কের অবৈধ দোকানপাটসহ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। শনিবার বিকেলে কচুয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি’র সাহসী নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে কচুয়া থানার সেকেন্ড অফিসার মামুনুর রশিদ সরকার, সাচার পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেন ভূইয়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এসময় সাচার দক্ষিণ বাজার সুরমা বাস কাউন্টার থেকে পশ্চিম বাজার হাই স্কুলের গেইট পর্যন্ত প্রায় শতাধিক অবৈধ স্থাপনা স্থায়ীভাবে উচ্ছেদ করা হয়।
স্থানীয়রা জানিয়েছেন, সাচার দক্ষিণ বাজার ব্রীজ থেকে উত্তর বাজার ব্রীজ পর্যন্ত প্রায় ১৩ কোটি টাকা ব্যায়ে রাস্তাটি নির্মাণ করা হয়। ওই রাস্তার উত্তর অংশে মূল বাজারে স্থানীয় একটি প্রভাবশালী মহলকে ম্যানেজ করে কিছু অসাধু ব্যবসায়ী ছোট-ছোট কিছু দোকান নিজেদের ইচ্ছা মতো নির্মাণ করে স্থায়ী দোকানপাট বসিয়ে ফল-ফলাদিসহ অন্যান্য ব্যবসা দীর্ঘ বছরের পর বছর পরিচালনা করে আসছেন। ফলে এ সড়কে যাতায়াতকারী দুরপাল্লাগামী যাত্রী ও সাধারন মানুষ প্রায় প্রতিনিয়ত যানজটের কারনে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়।
বিগত দিনে রথ উৎসবসহ অন্যান্য সময়ে স্থানীয় প্রশাসন এ সড়কের যানজট নিরসনের লক্ষে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করলেও পুনরায় প্রভাব খাটিয়ে ওই স্থানে দোকান বসিয়ে রমরমা ব্যবসা করছে। এবার সাচার দক্ষিন বাজারের মেইন সড়কের ফল দোকানসহ অন্যান্য স্থাপনা স্থায়ীভাবে উচ্ছেদ করায় ধন্যবাদ জানিয়েছেন সচেতন মানুষ।
এব্যাপারে কচুয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি বলেন, সাচার মূল বাজারের যানজটের মূল কারন ছিল সড়কে অবৈধ দোকানপাট নির্মাণ। তাই উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে স্থায়ীভাবে এ অবৈধ স্থাপনা গুলো উচ্ছেদ করা হলো। ভবিষ্যতে কেউ এ স্থানে পুনরায় স্থাপনা নির্মাণ করতে চাইলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,৬ জুলাই ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur