কচুয়া সাচার ডিগ্রি কলেজে শিক্ষার্থীদের নবীন বরণ

চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী সাচার ডিগ্রি কলেজের ২০২৫- ২০২৬ শিক্ষাবর্ষেও একাদশ শ্রেণির উদ্বোধনী ক্লাস উপলক্ষে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

ব্যাপক আয়োজনে ও উৎসব মুখোর পরিবেশে সোমবার দুপুরে কলেজ মিলনায়তনে এ নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র অন্যতম সদস্য নাজমুন নাহার বেবী। সাচার ডিগ্রী কলেজ নবনির্বাচিত গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মহসীন কবীর।

সাচার ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ এ এফ এম নশির আলম মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কলেজ গভর্নিং বডির বিদ্যুৎসাহী সদস্য মোঃ জসিম উদ্দিন মাস্টার, মোঃ আলাউদ্দিন আখন্দ, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল খালেক।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কলেজের সহকারী অধ্যাপক মোঃ মফিজুল ইসলাম, মোঃ জসিম উদ্দিন, কলেজ শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক বিল¬াল হোসেন বাবু, উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান জুয়েল প্রমুখ।।

এ সময় পালাখাল রোস্তম আলী ডিগ্রী কলেজ গভর্নিং বডির সভাপতি ও বিশিষ্ট শিক্ষানুরী মো: মামুনুর রশিদ মোল¬া, বিদ্যেুাৎ শাহী সদস্য মোহাম্মদ ইউসুফ মিয়াজী, বিএনপি নেতা সারফিন হোসাইন, উপজেলা যুবদলের সভাপতি আব্দুস সালাম শান্ত, সাধারণ সম্পাদক হাবিবুন্নবী সুমন, সাচার ইউনিয়ন যুবদলের সভাপতি প্রত্যাশী আলম প্রধানসহ কলেজের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১৫ সেপ্টেম্বর ২০২৫