কচুয়া সাচার ইউপি চেয়ারম্যান অনুপস্থিত থাকায় এলাকাবাসীর মানববন্ধন

চাঁদপুরের কচুয়া উপজেলার ১নং সাচার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনির হোসেন দীর্ঘদিন ধরে অনুপস্থিত থাকায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সেবা প্রত্যাশী ও এলাকার সাধারন মানুষ মানববন্ধন করেছেন। মঙ্গলবার দুপুরে সাচার বাজার ইউনিয়ন পরিষদের সামনে সেবা গ্রহীতারা ওই ইউপি চেয়ারম্যান মানির হোসেনের অপসারনের দাবীতে কয়েক শতাধিক লোকজন এ মানববন্ধনে অংশ গ্রহন করেন। এ ঘটনায় পরিষদের ৭ জন ইউপি সদস্য প্রশাসনিক কর্মকতা মোহাম্মদ জসিম উদ্দিন মজুমদারে মাধ্যমে কচুয়া উপজেলা নির্বাহী অফিসার মো. হেলাল চৌধুরী’র বরারর ইউপি চেয়ারম্যান মনির হোসেনের অনুপস্থিতির বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

মানববন্ধনে অংশগ্রহনকারীরা জানান, গত ৫ আগষ্ট আওয়ামী সরকারের পতনের পর ইউপি চেয়ারম্যান মনির হোসেন ২৬ আগষ্ট পর্যন্ত অফিস করলেও পরবর্তীতে নিয়মিত অফিস না করায় ইউনিয়ন পরিষদের বিভিন্ন সেবা কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে। ফলে প্রতিনিয়ত সেবা প্রত্যাশী জনগনের দুর্ভোগ ক্রমেই বেড়ে চলছে। এমতাবস্থায় সেবা প্রত্যাশী মানববন্ধনে অংশগ্রহনকারীগন ইউনিয়ন পরিষদের কার্যক্রম গতিশীল করতে অগ্রাধিকার ভিত্তিতে ইউপি চেয়ারম্যানকে অপসারন করে প্রশাসক নিয়োগ করতে যথাযথ কর্তৃপক্ষের হস্থক্ষেপ কামনা করেছেন।

এসময় বক্তব্য রাখেন, স্থানীয় ইউনিয়নের বাসিন্দা বিল্লাল হোসেন মিযাজী, ইঞ্জি. মেসবাহ উদ্দিন আখন্দ, ফয়েজ উল্লাহ, মাহফুজ হোসেন, জাহাঙ্গীর আলম মুন্সী, আব্দুল ওয়াদুদ ব্যাপারী, মোহাম্মদ আলী, মন্টু শীল, রিনা দাস, কামাল হোসেন, কেফায়েত উল্যাহ, হানিফ প্রমুখ।

এব্যাপারে ইউপি সচিব মো. জসিম উদ্দিন মজুমদার বলেন, ইউপি চেয়ারম্যান সরকার পতরেন পর ২৬ আগষ্ট সন্ধ্যা পর্যন্ত অফিস করলেও পরবর্তীতে তিনি অনুপস্থিত রয়েছেন। প্রতিনিয়ত সাধারন মানুষকে সেবাপ্রদানে কিছুটা অসুবিধা হচ্ছে স্বিকার করে তিনি বলেন, এর জন্য আমরা সবসময় মানুষের কথা শুনতে বাধ্য হচ্ছি।

অন্যদিকে এ বিষয়ে ইউপি চেয়ারম্যান মো. মনির হোসেনের বক্তব্য জানতে বার বার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি। তবে তার পারিবারিক সূত্রে জানা গেছে, ইউপি চেয়ারম্যান মনির হোসেন অসুস্থজনিত কারনে ১ মাসের ছুটিতে রয়েছেন।

কচুয়া প্রতিনিধি, ১ অক্টোবর ২০২৪

Share