কচুয়া সাচারে বিএনপির প্রস্তুতি সভা

চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী সাচার বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে আগামী ৪ জানুয়ারী সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের আগমন উপলক্ষে পূর্ব প্রস্তুতি সভা করা হয়েছে। কচুয়ার ও রহিমানগরের জনসভাকে পিছনে ফেলে সাচারের জনসভাকে স্মরনীয় করে রাখতে শনিবার বিকালে উপজেলার ৫নং পশ্চিম সহদেবপুর ইউনিয়নের সহদেবপুর পাটওয়ারী বাড়ীতে এহছানুল হক মিলন সমর্থিত নেতাকর্মীদের নিয়ে এ প্রস্তুতি সভা করা হয়।

৫নং পশ্চিম সহদেবপুর ইউনিয়ন বিএনপির একাংশের সভাপতি পারভেজুর রহমান নবীর সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন আহমেদ সাগরের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কচুয়া উত্তর উপজেলা বিএনপির একাংশের সাধারন সম্পাদক ও কচুয়া বঙ্গবন্ধু সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক এজিএস মো. ইউসুফ মিয়াজী।

এসময় বক্তব্য রাখেন, পশ্চিম সহদেবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. নরুল ইসলাম সিকদার, বর্তমান সাধারন সম্পাদক লায়ন লোকমান হোসেন, বিএনপি নেতা জাকির হোসেন পাটওয়ারী, মিজানুর রহমান মোল্লা, উপজেলা যুবদলের সভাপতি আব্দুস সালাম শান্ত, সাধারন সম্পাদক হাবিবুন নবী সুমন, সাংগঠনিক সম্পাদক শাহীন পাটওয়ারী, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাধারন সম্পাদক মাসুদ রানা, উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম পাটওয়ারী, যুগ্ন সাধারন সম্পাদক শাহাবুদ্দিন সরকার, ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক মোয়াজ্জেম হোসেন শিপন ও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইঞ্জিনিয়ার সোহেল রানাসহ আরো অনেকে। এসময় ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৭ ডিসেম্বর ২০২৪

Share