চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার রিয়া বিউটি পার্লার এন্ড ট্রেইনিং সেন্টারে র্দুর্ধষ চুরি সংঘটিত হয়েছে। বৃহস্পতিবার রাতে ওই বিউটি পার্লারের সামনের তালা কৌশলে ভেঙ্গে একদল অজ্ঞাত চোর পার্লারে সুকৌশলে প্রবেশ করে নগদ টাকা, ফেসিয়াল মালামাল, চুলের মেশিন, সাজগোজ মালামালসহ প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়ে যায়।
পার্লারের পরিচালক রিয়া আক্তার জানান, প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার রাতে পার্লার বন্ধ করে বাসায় চলে যাই। শুক্রবার সকালে পার্লার খুলতে এসে সামনের দরজার তালা ভাঙ্গার দৃশ্য দেখি।
এ নিয়ে কচুয়া থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২৪ জানুয়ারি ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur