Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়া সাচারে পুকুরের মাছ ধরায় রাস্তা ভেঙ্গে জনচলাচলে ভোগান্তি
পুকুরে

কচুয়া সাচারে পুকুরের মাছ ধরায় রাস্তা ভেঙ্গে জনচলাচলে ভোগান্তি

চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার নাগরপাড়া এলাকার পুকুরের পানি কমিয়ে মাছ ধরার ঘটনায় রাস্তা ভেঙ্গে জনচলাচলে ভোগান্তি দেখা দিয়েছে। গত তিন-চারদিন যাবৎ অতি বৃষ্টির মধ্য দিয়ে একটি প্রভাবশালী মহল সাচার ইসলামিয়া দাখিল মাদ্রাসায় যাওয়া সংলগ্ন রাস্তাটির পাশের পুকুরে মেশিন দিয়ে পানি কমানোর চেষ্টা করছে। ফলে পুকুরের পূর্ব পারের রাস্তা ভেঙ্গে পুকুরে তলিয়ে পড়ছে।

সরেজমিনে গেলে স্থানীয়রা জানান, গত কয়েকবছর আগে সাবেক ইউপি সদস্য মফিজুল ইসলাম রাস্তাটির সংস্কার কাজ করেন। কিন্তু বর্তমানে একটি প্রভাবশালী মহল ওই পুকুরটি সন মেয়াদে নিয়ে অপরিকল্পিতভাবে মাছ চাষ করে। ফলে আইনের দোয়াক্কা না করেই নিজ ইচ্ছা মতো পুকুরের পানি কমিয়ে ফেলায় রাস্তাটি ভেঙ্গে বিলীন হয়ে যাচ্ছে।

স্থানীয়রা জানান, উপজেলা প্রশাসনকে বিষয়টি জানানোর পরেও ওই প্রভাবশালী মহল কোন আইনের তোয়াক্কা না করেই পানি কমিয়ে মাছ ধরার চেষ্টা করছে। তাদের অভিযোগ যার মাছ তারা নিয়ে যাক, এতে বাধাঁ নেই। কিন্তু যাদের কারনে রাস্তাটি ভেঙ্গে চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে, তারা রাস্তাটি জনস্বার্থে মেরামত করে দেয়ার দাবী জানান এলাকাবাসী।

কচুয়া প্রতিনিধি, ১৫ সেপ্টেম্বর ২০২৪