কচুয়া সাচারে নেতাকর্মীদের আনন্দ মিছিল

চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী সাচার বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে আগামী ৪ জানুয়ারী সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের আগমন উপলক্ষে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে বিএনপি’র একাংশের নেতাকর্মীরা। শনিবার বিকালে মডেল ইউনিয়ন বিএনপি’র আয়োজনে পালাখাল বাজারে এ আনন্দ মিছিল বের করা হয়।

মিছিলটি পালাখাল বাজারে অবস্থিত ইউনিয়ন পরিষদ সংলগ্ন বিএনপি’র দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে পুরো বাজার প্রদক্ষীণ করে পুনরায় কার্যালয়ে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

৪নং পালাখাল মডেল ইউনিয়ন বিএনপি’র একাংশের সভাপতি আব্দুল কুদ্দুস এর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের যুগ্ন সাধারন সম্পাদক মো. নাজমুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কচুয়া উত্তর উপজেলা বিএনপির একাংশের সাধারন সম্পাদক, কচুয়া বঙ্গবন্ধু সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক এজিএস ও সাচার উচ্চ বিদ্যালয় জনসভার প্রধান সমন্বয়কারী মো. ইউসুফ মিয়াজী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাচার উচ্চ বিদ্যালয় জনসভার সদস্য সচিব এডভোকেট মো. নজরুল ইসলাম, উপজেলা বিএনপি’র সহ-সাধারন সম্পাদক মো. ইউসুফ খান, বিএনপি নেতা মো. জুলহাস উদ্দিন জুয়েল, বিল্লাল পাঠান, মিজান মোল্লা, আব্দুল মতিন মোল্লা, আলাউদ্দিন আখন্দ, ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক মো. হুমায়ুন কবির তালুকদার লিটন, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শাহীন পাটওয়ারী, ইউনিয়ন যুবদলের সভাপতি মো. বাবুল হোসেন প্রমুখ।

এসময় ওয়ার্ড বিএনপি নেতা মোজাফফর হোসেন, উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম পাটওয়ারী, সহ-সভাপতি মো. তাজুল ইসলাম, বিতারা ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক দেলোয়ার পাটওয়ারী, যুগ্ন আহবায়ক আলী আকবর তুহিন, সজিব মিয়াজী, বিতারা ইউনিয়ন (পশ্চিম) ছাত্রদলের সভাপতি প্রত্যাশী মো. আবু ইউসুফ, পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো. শাহ পরান, ছাত্রদল নেতা জুয়েল হোসেন হিমেলসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

এসময় ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১৪ ডিসেম্বর ২০২৪

Share