Home / উপজেলা সংবাদ / কচুয়া সাচারে বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ
বিএনপির

কচুয়া সাচারে বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ

চাঁদপুরের কচুয়া উপজেলার বজুরীখোলা গ্রামে শুক্রবার রাতে দলীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতা মাও. আব্দুল লতিফ, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশালীন বক্তব্যের ঘটনায় তার দৃষ্টান্তমূলক শাস্তি ও গ্রেফতারের দাবীতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অব্যাহত রয়েছে। সোমবার বিকেলে সাচার ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে সাচার বাজারে এ প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলটি করা হয়েছে। সাচার উত্তর বাজার থেকে মিছিলটি শুরু হয়ে পুরো বাজার প্রদক্ষীণ শেষে দক্ষিণ বাজার বাস স্ট্যান্ড এলাকায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সাচার ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নজরুল ইসলাম মাষ্টারের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মিজানুর রহমান স্বপনের পরিচালনায় বক্তব্য দেন, উপজেলা যুবদলের আহবায়ক মো. মহিউদ্দিন মজুমদার, উপজেলা বিএনপি’র সদস্য কামরুল হাসান ভূঁইয়া, সাচার ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক মো. আলী আহমেদ, বিতারা ইউনিয়ন বিএনপি’র সভাপতি শহীদ উল্যাহ ভূইয়া, সাধারন সম্পাদক আলমগীর চৌধুরী, পাথৈর ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক আলমাছ মিয়াজী, উপজেলা ছাত্রদলের সভাপতি মোস্তফা কামাল প্রধান, সাধারন সম্পাদক গাজী রশিদসহ আরো অনেকে।

এসময় বিএনপি নেতা মামুন দেওয়ান, পালাখাল মডেল ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক কবির হোসেন, জেলা যুবদলের সদস্য সেলিম মাসুদ, সাচার ইউনিয়ন যুবদলের আহবায়ক আব্দুর রাজ্জাক, যুগ্ন আহবায়ক কামরুল ইসলাম মুন্সি, সদস্য সচিব আবু তাহের, উপজেলা যুবদল নেতা তাফাজ্জাল হোসেন তপু, গোলাম রাব্বানী, যুবদল নেতা আব্দুল আউয়াল, বিএনপি নেতা হারুনুর রশিদ, বিতারা ইউনিয়ন যুবদলের আহবায়ক আব্দুস সামাদ, সিনিয়র যুগ্ন আহবায়ক গাজী মিয়া, সদস্য সচিব মোস্তফা কামাল ডিস, সাচার ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ফারুক হোসেন, সাধারন সম্পাদক জসীম উদ্দিন সবুজ, বিতারা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আক্তার হোসেনম, সাধারন সম্পাদক জসিম উদ্দিন, উপজেলা যুবদলের প্রস্তাবিত দপ্তর সম্পাদক আক্তার বেপারী, স্বেচ্ছাসেবকদল নেতা নজরুল ইসলাম, আব্দুল মান্নানসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বিএনপি নামধারী আব্দুল লতিফকে বিগত সরকারের দালাল আখ্যায়িত করে আগামী ২৪ঘন্টার মধ্যে তাকে গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য জোর দাবী জানান।

উল্লেখ্য যে, শুক্রবার রাতে কচুয়ার সাবেক এক সংসদ সদস্যের পক্ষে সাফাই বক্তব্য দিতে গিয়ে খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে অশালীন বক্তব্য দেন বিএনপি নেতা আব্দুল লতিফ। পরে ওই ভিডিওটি স্থানীয় নেতাকর্মী ও জনসাধারনের মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুকে) ভাইরাল হলে উত্তপ্ত হয়ে পড়ে নেতাকর্মীরা।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,২৮ অক্টোবর ২০২৪