কচুয়ায় শিক্ষার মানোন্নয়নের লক্ষে সহদেবপুর ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার মাদ্রাসা মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল বারীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মাওলানা জয়নাল আবেদীনের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন, মাদ্রাসার সহকারি শিক্ষক হাফেজ মোস্তাফা কামাল, আব্দুল হান্নান, মাওলানা রাসেল হোসেন, হাফেজ সাইফুল ইসলাম, হাফেজ মো. রাশেদ, মো. আকতার হোসেন, হাফেজ আবু সাঈদ, অভিভাবক মফিজুল ইসলাম প্রমুখ।
বক্তারা ছাত্র-ছাত্রীদেরকে নিয়মিত মাদ্রাসায় আসা এবং পড়ালেখায় মনোযোগী হওয়ার পরামর্শ দেন। অভিভাবকদেরকে ছেলে মেয়েদের নিয়মিত মাদ্রাসায় পাঠানোর পরামর্শ দেন। মাদ্রাসার ভালো ফলাফল অর্জনে শিক্ষকরা আন্তরিকভাবে পাঠ দান করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এসময় মাদ্রাসার শিক্ষক, অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে দেশ ও জাতির মুক্তি এবং দেশের সমৃদ্ধি কামনা করে মুনাজাত পরিচালনা করেন, মাদ্রাসার সহকারি শিক্ষক মাওলানা জয়নাল আবেদীন।
কচুয়া প্রতিনিধি, ১৪ নভেম্বর ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur