Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়া সরাইলকান্দি কমিউনিটি ক্লিনিকে চেয়ার উপহার দিলেন রফিকুল ইসলাম
ক্লিনিকে

কচুয়া সরাইলকান্দি কমিউনিটি ক্লিনিকে চেয়ার উপহার দিলেন রফিকুল ইসলাম

কচুয়া উপজেলার সরাইলকান্দি কমিউনিটি ক্লিনিকে চেয়ার উপহার দিলেন বিশিষ্ট সমাজ সেবক ও বিআরবি ক্যাবলস এর পরিচালক মো. রফিকুল ইসলাম রনি। এসময় তিনি উপজেলার ৩ নং বিতারা ইউনিয়নের সরাইলকান্দি কমিউনিটি ক্লিনিকে রোগীদের বসার জন্য ১৫ টি চেয়ার ও উত্তর শিবপুর বাজার পরিচালনা কমিটির কার্যালয়ে ব্যবহারের জন্য ২০ টি চেয়ার উপহার দেন।

বিশিষ্ট সমাজসেবক মো. রফিকুল ইসলাম রনি বলেন, আমি সব সময় আমার সাধ্য অনুসারে, এলাকার গরীব দুঃখী মানুষসহ মসজিদ, মাদ্রাসা,স্কুল ও সরকারি বেসরকারি হসপিটালে সহযোগিতা করার জন্য চেষ্টা করছি। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আমি যেন কচুয়ার মানুষের সেবা করতে পারি।

এ সময় কচুয়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো. শহিদ দর্জি, উওর শিবপুর বাজার কমিটির সভাপতি কামাল দেওয়ান, সাধারণ সম্পাদক আব্দুল আলিম, সাচার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মাহবুব আলম, সাচার ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. আক্তার হোসেন জুয়েলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১৮ মে ২০২৪