কচুয়া সরকারি পাইলট উবির অভিভাবক সমাবেশ ও পুরষ্কার বিতরণ

চাঁদপুরের কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ, বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় অডিটরিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কলিম উল্লাহ ভূঞা’র সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মো. এমদাদ উল্যাহ’র পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ হেলাল চৌধুরী।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ডা. এ.কে.এম জাকির হোসেন, কচুয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো. জাহাঙ্গীর আলম প্রধান প্রমুখ। এছাড়া ওই বিদ্যায়ের সাবেক প্রধান শিক্ষক মো. শহীদ উল্লাহ বিকম, পুলিন বিহারী গোস্বামী, সাবেক সিনিয়র শিক্ষক কবির মজুমদার, বীর মুক্তিযোদ্ধা সালাউদ্দিন মানিক, কচুয়া পৌর বিএনপি’র সভাপতি মো. হাবিব উল্লাহ হাবিব, কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শিল্পী রানী মজুমদার, মো. আব্দুল আউয়াল, মো. আবুল বাশার, মো. আবুল কাশেম, মো. জাকির হোসেন, সহকারী শিক্ষক আবু হেনা মোস্তফা ইকবাল, মো. জুয়েল মিয়া, মো. আরিফুর রহমান, মো. মামুনুর রশিদ ভূঁইয়া, কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আউয়াল, সহকারী শিক্ষক মো. জাহাঙ্গীর আলম সুমন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মো. আতাউল করিমসহ শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৭ অক্টোবর ২০২৪

Share