সংবাদ শিরোনাম
Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়া সরকারি ডিগ্রী কলেজের নতুন অধ্যক্ষের যোগদান
সরকারি

কচুয়া সরকারি ডিগ্রী কলেজের নতুন অধ্যক্ষের যোগদান

কচুয়া পৌরসভার প্রান কেন্দ্র অবস্থিত ঐতিহ্যবাহী কচুয়া সরকারি ডিগ্রী কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে মোঃ আাজহারুল ইসলাম ভূঁইয়া যোগদান করেছেন। ওই কলেজের প্রাক্তন অধ্যক্ষ মোঃ ইয়াহিয়া খানের অবসর জনিত কারনে এ কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে তিনি ১৪ জুলাই যোগদান করেন। এর আগে তিনি কুমিল্লা সরকারি মহিলা কলেজের প্রভাষক হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। তিনি সর্বপ্রথম ১৯৯৬ সালের ১২ আগষ্ট জয়পুরহাট সরকারি কলেজে দর্শন বিভাগের প্রভাষক হিসাবে যোগদান করে একই পদে চট্রগ্রাম সরকারি মহিলা কলেজ, ফেনী-কুমিল্লা সহ বেশ কিছু কলেজে সুনামের সাথে মহান শিক্ষকতা পেশায় জড়িত ছিলেন।

অধ্যক্ষ মোঃ আজহারুল ইসলাম ভূঁইয়া প¦ার্শবর্তী ফরিদগঞ্জ উপজেলার নাউতলী গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের বিশিষ্ট সমাজসেবক আব্দুল মতিন ভূঁইয়ার সু-যোগ্য সন্তান।

নয়া এ কর্মস্থলে কচুয়া সরকারি ডিগ্রী কলেজের গুনগত শিক্ষার মানোন্নয়নে ও সু-শিক্ষার মাধ্যমে ও একাডেমীক উন্নয়ন বজায় রেখে শিক্ষাকার্যক্রম এগিয়ে নিতে প্রশাসন, এ কলেজের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এ অঞ্চলের দলীয় নেতাকর্মী ও মিডিয়াকর্মীদের সর্বাত্বক পরামর্শ ও সহযোগীতা কামনা করেছেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২৩ জুলাই ২০২৫