Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়া শ্রীরামপুর মোহাম্মদীয়া আলিম মাদ্রাসার বার্ষিক পুরষ্কার বিতরণ
শ্রীরামপুর

কচুয়া শ্রীরামপুর মোহাম্মদীয়া আলিম মাদ্রাসার বার্ষিক পুরষ্কার বিতরণ

কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী শ্রীরামপুর মোহাম্মদীয়া আলিম মাদ্রাসার বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার মাদ্রাসা মিলনায়তনে মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মাওলানা নুরুল আলমের সভাপতিত্বে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মো. নাছির উদ্দিন প্রধান।

মাদ্রাসার সিনিয়র শিক্ষক শাহীন মাহমুদ ও মাও. কবির হোসেনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কচুয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন সিকদার, উপজেলা কৃষকলীগের সভাপতি দেওয়ান অহিদুর রহমান, মাদ্রাসার ম্যানেজিং কমিটির সাবেক সদস্য আফাজ উদ্দিন মানিক প্রমুখ। এসময় মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন। পরে অতিথিবৃন্দ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার সামগ্রী বিতরন করেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৩ জুন ২০২৪