কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদে উপজেলা আওয়ামী যুব লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা পারভীন আক্তার (ফারহানা পারভীন) মনোনীত হয়েছেন।
২ জানুয়ারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লার বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কুমার কর। এছাড়া দাতা সদস্য পদে জেসমিন সুলতানা, অভিভাবক সদস্য পদে আবু ইউসুফ, কবীর হোসেন মিজান, সাধারন শিক্ষক প্রতিনিধি জসিম উদ্দিন, শিব্বির আহমেদ, ও সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি হিসেবে পাখী আক্তার এর নাম অনুমোদন দেওয়া হয়েছে।
জানা গেছে, কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য পদে নির্বাচন সংক্রান্ত গত ১০ নভেম্বর উপজেলা একাডেমিক সুপার ভাইজার ও প্রিজাইটিং অফিসার কে.এম সোহেল রানা নির্বাচনির তফসিল ঘোষনা করেন। ঘোষিত তফসিল অনুযায়ি ২০ নভেম্বর থেকে ২২ নভেম্বর পর্যন্ত মনোনয়ন পত্র বিতরন ও জমা দান করেন। ২৪ নভেম্বর মনোনয়নপত্র বাছাই, ২৭ নভেম্বর মনোনয়ন প্রত্যাহার ও ১২ ডিসেম্বর নির্বাচনের দিন (ভোট গ্রহনের) নির্ধারন করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কুমার কর জানান ম্যানেজিং কমিটি গঠনের বিধি মোতাবেক প্রিজাইটিং কর্মকর্তা কুমিল্লা শিক্ষা বোর্ডে সভাপতি ও সদস্যদের নামের তালিকা প্রেরন করেন। পরবর্তীতে কুমিল্লা শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত চিঠি পেয়েছি। বিদ্যালয়ের নব নির্বাচিত সভাপতি উপজেলা আওয়ামী যুব লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা পারভীন আক্তার (ফারহানা পারভীন) বলেন, আমি এর আগেও এ বিদ্যালয়ের আহ্বায়ক কমিটির সভাপতি ছিলাম। বর্তমানে নানান বাধা বিপত্তি অতিক্রম করে আবারো সভাপতি মনোনীত হওয়ায় আমার প্রিয় নেতা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি, কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ দলীয় নেতা কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে সকলের সহযোগিতা চাই।
এদিকে স্থানীয় একটি সূত্রে জানা গেছে ওই বিদ্যালয়ের সভাপতি পদে কমিটি গঠনে বিজ্ঞ আদালতে একটি রিট আবেদন চলমান রয়েছে।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৩ জানুয়ারি ২০২৩