চাঁদপুরের কচুয়া উপজেলায় ২নং পাথৈর ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে মহান বিজয় দিবসের আলোচনা ও নানা কর্মসূর্চী পালিত হয়েছে। সোমবার শুয়ারুল মোড়ে অবস্থিত বিএনপি’র কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক মো. মকবুল হোসেন মিয়াজী।
ওয়ার্ড বিএনপি’র সাধারন সম্পাদক সেলিম বেপারীর সভাপতিত্বে ও উপজেলা বিএনপি’র সাবেক সহ-প্রচার সম্পাক মো. জামাল হোসেনের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের আহবায়ক মো. মহিউদ্দিন মজুমদার, সিনিয়র যুগ্্ন আহাবয়ক মিজানুর রহমান স্বপন, জেলা যুবদলের সদস্য ইসমাইল হোসেন, সাচার ইউনিয়ন যুবদলের আহবায়ক আব্দুর রাজ্জাকসহ আরো অনেকে।
মালোশিয়া প্রবাসী ও বিএনপি নেতা মো. কবির হোসেনের সার্বিক সহযোগিতায় এসময় ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আলী আসকর, ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আবু তাহের চৌধুরী, ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের আহবায়ক শাহ পরান, যুগ্ন আহবায়ক হারুনুর রশিদ, ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক কামরুল ইসলাম মুন্সি, উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি আলামিন গাজী, ওয়ার্ড যুবদল সভাপতি শরিফুল ইসলাম, স্বেচ্ছাসেবকদলের সভাপতি নাজিরুল ইসলাম, যুবদল নেতা মোখলেছুর রহমান ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল মান্নানসহ স্থানীয় বিএনপি ও সহযোগি সংগঠনের অসংখ্যা নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১৬ ডিসেম্বর ২০২৪