কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী শাজুলিয়া দরবার শরীফের দু’দিন ব্যাপী বার্ষিক মাহফিল শনিবার বাদ ফজর মুসল্লির উপস্থিতি ও আখেরী মুনাজাতের মাধ্যমে সম্পন্ন করা হয়েছে। মাহফিলে সভাপতিত্ব ও আখেরি মুনাজাত পরিচালনা করেন, দরবার শরীফের মোন্তাজেম আবুল হাসান শাহ মুহাম্মাদ রুহুল্লাহ শাজুলী।
পীরজাদা শাহ মুহাম্মাদ নূরুল্লাহ শাজুলীর ব্যবস্থাপনায় মাহফিলে খতমে কুরআন, ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা, মরহুম হযরত ফায়েজ উল্লাহ শাজুলি (র.) এর জীবন-কর্ম শীর্ষক আলোচনা, কোরআন হিফজ সম্পন্নকারী ছাত্রদের পাগড়ি প্রদান করা হয়।
শনিবার বাদ ফজর পীর সাহেব হুজুরের আখেরী মুনাজাত ও তাবারুক বিতরণের মাধ্যমে মাহফিলের কার্যক্রম সম্পন্ন করা হয়।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১৮ ফেব্রুয়ারি ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur