কচুয়া শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত

চাঁদপুরের কচুয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে উপজেলা সভা কক্ষে শহীদ বুদ্ধিজীবীদের স্মরনে এ দোয়া, মিলাদ মাহফিল ও আলোচনা সভা করা হয়। এর আগে সকালে সকল শহীদদের স্মরনে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ হেলাল চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, কচুয়া বঙ্গবন্ধু সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শাহ মুহাম্মদ জাকির উল্লাহ শাজুলী, কচুয়া থানার ওসি এম. আব্দুল হালিম, উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মো. মোস্তফা আনোয়ারী প্রমুখ।

এসময় সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি, উপজেলা সমাজসেবা অফিসার নাহিদ ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. রাকিবুল ইসলাম, কচুয়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মাহতাম মন্ডলসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১৪ ডিসেম্বর ২০২৪

Share