দীর্ঘদিন ধরে সংস্কার কিংবা পাকাকরণ না হওয়ায় চাঁদপুরের কচুয়া উপজেলার ১নং সাচার ইউনিয়নের দক্ষিণ রাগদৈল মুন্সি বাড়ি মোড় থেকে রাগদৈল শাহী ঈদগা পর্যন্ত প্রায় ২ কিলোমিটার গ্রামীন কাচা সড়কের বেহাল দশায় জনচলাচলে চরম ভোগান্তিতে পড়েছে এলাকার হাজারো মানুষ ও যানবাহন চালকরা। গুরুত্বপূর্ণ এ সড়কটি সংস্কার না হওয়ায় খানা-খন্দ ও জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে সড়কটিতে।
ফলে অল্প বৃষ্টি হলেই এ রাস্তা দিয়ে চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীর।সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কটি পাকা করন না করায় স্থানে স্থানে ভেঙ্গে বৃষ্টিতে ছোট-বড় গর্তে পরিণত হয়েছে। অনেক জায়গায় রাস্তার দুই ধারের মাটি সরে গিয়ে রাস্তাগুলো ভেঙে পড়েছে। সামান্য বৃষ্টিতে কাঁদা সৃষ্টি হওয়ায় প্রতিনিয়ত ব্যাটারিচালিত অটোরিকশা, ভ্যানগাড়ি ও মোটরসাইকেল আরোহীদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয় অধিবাসী, রাগদৈল ইসলামিয়া আলিম মাদরাসা অধ্যক্ষ মাওলানা মোঃ রুস্তম আলী সরকার ও তরুণ সমাজসেবক ডা:আরিফুল ইসলাম জানান, এ সড়ক দিয়ে প্রতিদিন রাগদৈল ইসলামিয়া আলিম মাদ্রাসা, রাগদৈল হাই স্কুলের ছাত্র-ছাত্রীসহ এলাকার শত শত মানুষ আসা-যাওয়া করে। এ সড়কের বেশ কিছু স্থানে মাটিতে কয়েক ফুট গর্ত সৃষ্টি হয়েছে। বৃষ্টির দিনে সড়কের গর্তগুলো পানিতে ঢাকা পড়ায় বেশিরভাগ গাড়ি, দুর্ঘটনার শিকার হয়ে থাকে। সড়কটি দ্রুত সংস্কার কিংবা পাকা করন করা না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে জানান তারা।
চালকরা জানান, বিভিন্ন পণ্যসামগ্রী আনা-নেওয়ার জন্য এই সড়কে যানবাহন চলাচল করে। কচুয়া-সাচার এটি মানুষের যোগাযোগের অন্যতম একটি সড়ক। কিন্তু সড়কটি পাকা করন না হওয়ায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। অনেক সময় সড়কে গাড়ি উল্টে দুর্ঘটনা ঘটছে। এছাড়াও অসুস্থ বয়স্ক রোগীদের হাসপাতালে নিয়ে যেতে ভোগান্তিতে পড়তে হয় গাড়ি চালকদের।
এ বিষয়ে কচুয়া উপজেলা প্রকৌশলী মো. আব্দুল আলীম লিটন মুঠোফোনে বলেন, উপজেলার সাচার ইউনিয়নের রাগদৈল দক্ষিণ মোড় হতে রাগদৈল শাহী ঈদ গা পর্যন্ত বেহাল সড়কটি আশাকরছি, নতুন অর্থবছরে ওই সড়কের পাকা করনের উদ্যোগ নেয়া হবে।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১৮ মে ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur