Home / উপজেলা সংবাদ / কচুয়া রহিমানগর বাজার ব্যবসায়ী পরিচালনা আহবায়ক কমিটি
বাজার

কচুয়া রহিমানগর বাজার ব্যবসায়ী পরিচালনা আহবায়ক কমিটি

চাঁদপুরের কচুয়া উপজেলাস্থ রহিমানগর বাজার পরিচালনা কমিটির মেয়াদ শেষ হওয়ায় রহিমানগর বাজার ব্যবসায়ীদের শান্তি-শৃংখলা ও ব্যবসা বান্দব পরিবেশ রক্ষার্থে এক আলোচনা সভা গত শনিবার রহিমানগর বি.এ.বি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১১নং গোহট দক্ষিণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, কচুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম ফারুকী।
মেসার্স মমিন ট্রেডার্সের সত্ত্বাধীকারী-হাজী মো. কবির আহম্মেদ এর পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যবসায়ী মো. খোরশেদ আলম, তানজিদ, হেদায়েত উল্লাহ্, নুর মোহাম্মদ তুহিন, মো. ইব্রাহিম ইকবাল, গোলাম সারোয়ার, মো. মাহফুজ আলম, মো. আমির হোসেন, সঞ্জিত সরকার, শাহজালাল, তাবারক উল্লাহ, বাংলাদেশ জামায়াতে ইসলামী কচুয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাও: মো: আলী সিদ্দিকী, ১১নং দক্ষিণ গোহট ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শাহজাহান মজুমদার, বিএনপি নেতা দেলোয়ার হোসেন, দৈনিক নয়া দিগন্তের কচুয়া প্রতিনিধি মো. এমদাদ উল্যাহ, যুবদল নেতা মো. মাজহারুল ইসলাম মিলন ও বৈশম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মো. মশিউর রহমান তন্ময়।

উক্ত সমাবেশে উপস্থিত ব্যবসায়ীদের সর্বসম্মতিক্রমে মো. জাহাঙ্গীর আলম ফারুকীকে আহবায়ক, হাজী মো. কবির আহম্মেদকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট রহিমানগর বাজার ব্যবসায়ী পরিচালনা আহবায়ক কমিটি গঠন করা হয়। অন্যান্য সদস্যরা হলেন, মো. আলী হোসেন, মো. মাহফুজ আলম, মো. নজরুল ইসলাম, গাজী মো. হারুন-অর-রশিদ, মো. সাইফুল ইসলাম সাফেদ, মো. মিলন হোসেন, ডা. মীর মো. সরোয়ার হোসেন, মো. হুমায়ুন, মো. মাসুদ মজুমদার, মো. মিলন হোসেন, মো. আবুল কালাম বাবুল, মো. নূরে আলম, মো. শাহজালাল, মো. এয়াকুব আলী, মো. মিজানুর রহমান, মো. ফারুক হোসেন, মাহবুব আলম সুমন, মো. মহিন হোসেন, প্রদীপ পাল।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১৩ আগস্ট ২০২৪