কচুয়া রহিমানগরে জমে উঠেছে পৌষ মেলা

আবহমান বাংলার ঐতিহ্যবাহী শীতকালীন বাঙ্গালীর সংস্কৃতি উৎসব পৌষ মেলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে রহিমানগর বাজার সংলগ্ন আলী মডেল টাউনে। রহিমানগর ঝিলমিল সাংস্কৃতিক সংঘের আয়োজনে গত ২৩ জানুয়ারি থেকে শুরু হয়ে এ মেলা কার্যক্রম চলছে।

মেলা শুরু তিনদিনে বুধবার দুপুরের পর থেকে বিভিন্ন শ্রেনি পেশার উৎসবমুখর দর্শনার্থীদের ভিড় লক্ষনীয় ছিল। আলী মডেল টাউনের পরিচালক ও সাবেক জেলা পরিষদের সদস্য মো. সালাউদ্দিন ভূঁইয়ার সার্বিক সহায়তায় এ পৌষ মেলায় আগামী দু-একদিনের মধ্যে প্রধান অতিথি হিসেবে মেলায় আসবেন কচুয়ার কৃতি সন্তান ও বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ।

অন্যান্য বছরের ন্যায় আগামী পহেলা ১ ফেব্রুয়ারি পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে এ পৌষ মেলার আনুষ্ঠানিক কার্যক্রম সমাপ্ত হবে বলে রহিমানগর ঝিলমিল সাংস্কৃতিক সংঘের সভাপতি ফরহাদ চৌধুরী জানিয়েছেন। এদিকে রহিমানগর বিএবি উচ্চ বিদ্যালয় সংলগ্ন আলী মডেল টাউনে অনুষ্ঠিত এ পৌষ মেলার সাংস্কৃতিক সন্ধ্যা ও মেলা উপভোগ করতে পরিবার পরিজন নিয়ে একবারের জন্য ছুটে যাওয়ার আহ্বান জানিয়েছেন আয়োজক কমিটি।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২৫ জানুয়ারি ২০২৩

Share