চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী বুরগী উচ্চ বিদ্যালয়ে সুশিক্ষা গ্রহণের পাশাপাশি প্রযুক্তিগত শিক্ষাকে এগিয়ে নিতে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ল্যাপটপ প্রদান। বিআরবি ক্যাবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর ডাইরেক্টর (সেলস এন্ড মার্কেটিং) ও বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ রফিকুল ইসলাম রনির অর্থায়নের ও সৌজন্যে একটি ল্যাপটপ উপহার দেয়া হয়।
ঈদুল ফিতর পরবর্তী বুরগী উচ্চ বিদ্যালয়ে একটি অনুষ্ঠানে আসলে রফিকুল ইসলাম রনির কাছে গোহট উত্তর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আবু আব্দুল্লাহ নয়ন ও ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোহাম্মদ হুসাইন জাকির ল্যাপটপ এর বিষয়ে তুলে ধরলে পরবর্তীতে গত বুধবার সকালে রফিকুল ইসলাম রনির পক্ষে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহবুব আলমের হাতে তার প্রতিনিধিগন এ ল্যাপটপ উপহার তুলে দেন।
এসময় বিএনপি নেতা আজিজ উল্যাহ মাষ্টার, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জসীম উদ্দিন, গোহট উত্তর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আবু আব্দুল্লাহ নয়ন,উপজেলা যুবদলের সাধারন সম্পাদক হাবিবুন নবী সুমন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম, ইউনিয়ন যুব দলের সাবেক সভাপতি মোঃ হুসাইন জাকির সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১৮ মে ২০২৫