কচুয়া প্রেসক্লাবের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

কচুয়া প্রেসক্লাবের উদ্যোগে যথাযথ মর্যাদায় ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। শনিবার বিকালে প্রথম বারের মতো প্রেসক্লাবের নতুন ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কচুয়া প্রেসক্লাবের সভাপতি প্রিয়তোষ পোদ্দারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জিসান আহমেদ নান্নুর পরিচালনায় এসময় বক্তব্য রাখেন, চঁাদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আইয়ুব আলী পাটওয়ারী,উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ,পৌর মেয়র নাজমুল আলম স্বপন, কচুয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জাকির হোসেন বাটা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক বিকাশ সাহা, কচুয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মানিক ভৌমিক,রাকিবুল হাসান,বর্তমান সিনিয়র সহ-সভাপতি মফিজুল ইসলাম বাবুল, সহ-সভাপতি আলী আক্কাস তালুকদার, যুগ্ন সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, আমির হোসেন, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, দপ্তর সম্পাদক ওমর ফারুক সায়েম প্রমুখ। এর আগে সকাল ৭টায় কচুয়া প্রেসক্লাব ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির কর্মসূচি উদ্বোধন করা হয়। পরে সাংবাদিক ও সুধীজনের সম্মানে প্রেসক্লাব মিলনায়তনে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,১৬ ডিসেম্বর ২০২৩

Share