ঢাকায় ২৮ অক্টোবর বিএনপি-জামায়াতের কর্মসূচি চলাকালে সহিংসতার তথ্য ও ছবি সংগ্রহের সময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের উপর হামলার ঘটনায় তীব্র ও প্রতিবাদ এবং অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চাঁদপুরের কচুয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। রবিবার বিকালে কচুয়া প্রেসক্লাবের আয়োজনে কোয়া সড়কের বড় ব্রীজের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি প্রিয়তোষ পোদ্দারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জিসান আহমেদ নান্নুর পরিচালনায় একাত্বতা পোষন করে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ,প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হোসেন,সিনিয়র সহ-সভাপতি মফিজুল ইসলাম বাবুল,সহ-সভাপতি কবি আলী আক্কাস তালুকদার,যুগ্ন সাধারন সম্পাদক আমির হোসেন,আবুল কালাম আজাদ,সিনিয়র সদস্য সনতোষ চন্দ্র সেন,সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান,সহ-সাংগঠনিক সম্পাদক রাজীব চন্দ্র শীল,সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা,দপ্তর সম্পাদক ওমর ফারুক সায়েম,প্রচার সম্পাদক সাইফুল ইসলাম সুমন,সদস্য বিল্লাল মাসুম,ফয়সাল আহমেদ,সাংবাদিক রায়হান মিয়া প্রমুখ। এসময় কচুয়া প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
কচুয়া প্রতিনিধি, ২৯ অক্টোবর ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur