কচুয়ায় উপজেলা প্রসাশনের আয়োজনে নানা কর্মসূচির মধ্যমে যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার রাত ১২টা ১ মিনিটের প্রথম প্রহরে ২১শে ফেব্রুয়ারি দিবসের উপজেলা প্রশাসন, পৌরসভা, থানাসহ বিভিন্ন রাজনৈতিক ও সমাজিক সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারের বেদীতে পুষ্পমাল্য অর্পণ করে শহীদদের শ্রদ্ধা নিবেদন ও শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া মুনাজাত করা হয়।
সকালে শহীদদের স্মরণে জাতীয় পতাকা অর্ধনমিত ভাবে উত্তলন, শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শহীদের আত্মার মাগফিরাত কামনায় সকল মসজিদ বিশেষ মুনাজাত ও প্রার্থনা, হাসপাতালে উন্নত খাবার পরিবেশন, আলোচনা সভা, পুরস্কার বিতরণ সহ নানা কর্মসূচি পালন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ হেলাল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি, উপজেলা কৃষি অফিসার মেজবাহ উদ্দিন, ওসি মো: আজিজুল ইসলাম প্রমূখ। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও অনুরুপ কর্মসূচী পালিত হয়েছে।
প্রতিবেদক: জিসান আহমদ নান্নু, ২১ ফেব্রুয়ারি ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur