কোটা সংস্কারের আন্দোলনে ১৯ জুলাই রামপুরা বনশ্রী এলাকায় ছোড়া গুলিতে হাসিব আহাসান (৫০) নামের এক ব্যাক্তি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিহত হওয়ার ঘটনায় নিহতের প্রতিবেশী মাসুদ রানা বাদী হয়ে রামপুরা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার নং-০৪, তারিখ ০৩/০৯/২০২৪। ওই মামলার সন্দেহভাজন আসামী হিসেবে ইকবাল আজিজ শাহীনকে গত রবিবার রাত দেড়টার দিকে গ্রেপ্তার করা হয়েছে। রামপুরা থানাধীন বাসা নং-৩৩১/৯/এ, টিভি লিংক রোড, পূর্ব রামপুরাস্থ বাসা থেকে তাকে গ্রেফতার করেছে ডিএমপি পুলিশ।
তিনি চাঁদপুরের কচুয়া পৌরসভার কোয়া চাঁদপুর গ্রামের এম এ মান্নানের ছেলে ও কচুয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে দায়িত্বে রয়েছেন।
৭ অক্টোবর সোমবার রামপুরা থানার মামলায় পুলিশ প্রহরায় ইকবাল আজিজ শাহীনকে ঢাকা মহানগর আদালতে প্রেরণ করা হয়।
ডিএমপি উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন) এর মাধ্যমে জানা গেছে, গত ১৯ জুলাই রামপুরা বনশ্রী এলাকায় ছাত্র জনতা কোটা সংস্কারের পক্ষে মিছিল বের হয়। আন্দোলনকারীদের উপর ছোড়া এলোপাতাড়ি গুলি এসে বাদীর প্রতিবেশী নিহত হাসিব আহসানের নাক ও চোখ ভেদ করে ঢুকে যায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২২ জুলাই হাসিব আহাসান মৃত্যুবরণ করেন।
কচুয়া প্রতিনিধি, ৭ অক্টোবর ২০২৪