কচুয়া পৌরসভা বিএনপির মতবিনিময়

চাঁদপুরের কচুয়া পৌর বিএনপির একাংশের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার কচুয়া বিশ^রোড এলাকার রাজমহল হোটেল এন্ড রেষ্টুরেন্টে পৌর বিএনপির সভাপতি বিল্লাল হোসেন মজুমদারের সভাপতিত্বে ও যুগ্ম সাধারন সম্পাদক গাজী মোস্তফা কামালের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির সদস্য ও কেন্দ্রীয় মহিলা দলের সহ-সভানেত্রী নাজমুন নাহার বেবী।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র প্রধান সমম্বয়ক মো. শাহ জালাল প্রধান জালাল, পৌর বিএনপির সাধারন সম্পাদক সেলিম পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম কমিশনার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি তোফাজ্জল হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহ আলম মোল্লা, উপজেলা যুবদলের সাধারন সম্পাদক হাবিব উন নবী সুমন, উপজেলা ছাত্রদলের সভাপতি ইসমাইল প্রধান আবেগ, পৌর ছাত্রদলের সভাপতি শরীফুল ইসলাম জাহিদসহ বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ প্রমুখ। এ সময় পৌর ছাত্রদলের সাধারন সম্পাদক মহিন খান, পৌর স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক মমিন আহমেদ জিসান, উপজেলা ছাত্রদলের প্রচার সম্পাদক জুবায়ের রাসেল প্রধানসহ অসংখ্য নেতা কর্মি উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২৪ ডিসেম্বর ২০২৪

Share