কচুয়া পৌরসভার বাজেট ঘোষণা
চাঁদপুরের কচুয়া পৌরসভার ২০২৫-২০২৬ নতুন অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষনা করা হয়েছে। বুধবার দুপুরে পৌর সম্মেলন কক্ষে বাজেট ঘোষণা করেন, পৌর প্রশাসক ও নিবার্হী কর্মকর্তা মুহাম্মদ হেলাল চৌধুরী।
নতুন অর্থ বছরের প্রস্তাবিত রাজস্ব ও উন্নয়ন বাজেট আয় ধরা হয়েছে ৪১ কোটি ৪ লক্ষ ৫৭ হাজার ৮ শত টাকা, ব্যায় ধরা হয়েছে ৪০ কোটি ১৭ লক্ষ ৫০ হাজার টাকা ও উদ্বৃত্ত দেখানো হয়েছে ৮৭ লক্ষ ৭ হাজার ৮শত টাকা।
বাজেট ঘোষনা অনুষ্ঠানে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি, ওসি মো.আজিজুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আব্দুল আলীম লিটন,পৌর নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলাম, পৌর নির্বাহী প্রকৌশলী ফজলুল হক,উপ-সহকারি প্রকৌশলী জসিম উদ্দিন,কচুয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক এমদাদ উল্যাহসহ কচুয়া পৌর বাজার ব্যবসায়ী,সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন ।
প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু,২ জুলাই ২০২৫