কচুয়া পৌরসভার দুই কর্মকর্তাকে প্রাপ্যতা ও অনুদান প্রদান

চাঁদপুরের কচুয়া পৌরসভায় কর্মরত গাড়ী চালক প্রয়াত আবুল হাশেমের চাকরি জনিত প্রাপ্যতা প্রদান ও পরিচ্ছন্নতা কর্মী গীতা রানীকে চিকিৎসা জনিত অনুদান দেয়া হয়েছে। বুধবার কচুয়া পৌরসভা কক্ষে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ হেলাল চৌধুরীর পরামর্শে প্রয়াত আবুল হাসেম এর পরিবারকে ১০ লক্ষ টাকা ও অসুস্থজনিত কারনে গীতা রানীকে পৌর কর্মকর্তা-কর্মচারী সার্ভিস এ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ২০ হাজার টাকা প্রদান করা হয়।

এসময় পৌর নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলাম, পৌর কর্মকর্তা-কর্মচারী সার্ভিস এ্যাসোসিয়েশনের সভাপতি মো. বেলায়েত হোসেন, সাধারন সম্পাদক নাসির আলম নসু, কর নির্ধারক মহসীন রেজা, হিসাব রক্ষক ইমাম হোসেন খান পিন্টু, কর আদায়কারী শীতল চন্দ্র ভৌমিক, টিকাদান কর্মকর্তা নাসরিন আক্তার, জাহাঙ্গীর হোসেন, জাকির হোসেন, চৌধুরী আলমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৩০ এপ্রিল ২০২৫