চাঁদপুরের কচুয়া পৌরসভার ৬নং ওয়ার্ড বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আনম এহসানুল হক মিলন সমর্থিত নেতাকর্মীদের নিয়ে কুটিয়া-লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সম্মেলনে ওয়ার্ড বিএনপির আহবায়ক মো. ইব্রাহিম মিয়ার সভাপতিত্বে, যুবদল নেতা মো. ফারুক হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক মো. শাহাজালাল প্রধান।
বক্তব্য রাখেন, পৌর বিএনপির সভাপতি বিল্লাল হোসেন মজুমদার, সাধারন সম্পাদক সেলিম পাটোওয়ারী, বিএনপি নেতা গাজী মোস্তফা কামাল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম (কমিশনার), পৌর যুবদলের সভাপতি সফিকুর রহমান, পৌর ছাত্রদলের সভাপতি শরীফুল ইসলাম জাহিদ প্রমুখ।
পরে নতুন কমিটিতে সভাপতি হিসেবে ওয়ার্ড কাউন্সিলর কারী মো. আবদুল মান্নান, সিনিয়র সহ-সভাপতি মো. ফারুক হোসেন, সাধারন সম্পাদক ইমান হোসেন ও মোঃ মোস্তফাকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২৬ সেপ্টেম্বর ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur