কচুয়া পাথৈর শ্রমিক দলের দ্বি-বার্ষিক সম্মেলন

কচুয়া উপজেলার ২নং ইউনিয়ন জাতীয়তাবাদী শ্রমিক দলের সম্মেলন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে পাথৈর উচ্চ বিদ্যালয়ে ইউনিয়ন শ্রমিক দলের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পাথৈর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মো: নজরুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারন সাধারন মো: ফয়েজ আহমেদ রানা’র পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মো: মকবুল হোসেন মিয়াজী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মিজানুর রহমান স্বপন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো: ইসমাইল হোসেন, সদস্য মুহাম্মদ কামাল মিয়া, সরদার মুহাম্মদ জিসান, জেলা জিয়া মঞ্চের সদস্য হাজী মো: আলমগীর হোসেন, এডভোকেট মো: আলী হোসেন, উপজেলা শ্রমিক দলের সভাপতি এম. এ আলী আক্কাস আলী, সাধারন সম্পাদক মো: মিজানুর রহমান, উপজেলা ছাত্রদলের সভাপতি মো: মোস্তফা কামাল প্রধান, যুগ্ম আহবায়ক মো : মাসুদুর রহমান, সাচার ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মো: লিটন মিয়া,সাধারণ সম্পাদক মো: রিয়াজুল ইসলাম,পাথৈর ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো: শাহ আলম, পালাখাল মডেল ইউনিয়ন শ্রমিক দলের আহবায়ক মো: আব্দুর রহমান ফরাাজী প্রমুখ। পরে সকলের মতামতের ভিত্তিতে এ ইউনিয়ন শ্রমিক দলের নতুন কমিটি ঘোষণা দেয়া হয়।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৫ সেপ্টেম্বর ২০২৫