শিক্ষা,মানবতা ও সহায়তা এই স্লোগানকে ধারন করে শনিবার চাঁদপুরের কচুয়া পাঠাগারের সদস্য ও পাঠকদের নিয়ে বার্ষিক সেমিনার ও প্রোগ্রাম উন্মোচনঅনুষ্ঠিত হয়েছে। কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজ মিলনায়তনে পাঠাগারের সদস্য গাজী সিয়ামুল মোস্তফা সাজিদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,পাঠাগারের সভাপতি মো. সিরাজুল ইসলাম প্রধান।
বক্তব্য দেন,পাঠাগারের উপদেষ্টা ডা. আল ইমরান,সহ-সভাপতি মো. বিল্লাল হোসেন,সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন ও শিকড় সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক জিসান আহমেদ নান্নু প্রমুখ।
এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাঠাগারের সদস্য ও অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন, শাকিল আহমেদ জাকারিয়া, নাফিসা সুলতানা বুশরা, বেলাল, তামিম, সিয়াম, জনি ও জিহাদ সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৫ আগস্ট ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur