কচুয়া পশ্চিম সহদেবপুরে ঈদ পুনর্মিলনী ও সভা

পবিত্র ঈদুল আযহা পরবর্তী ঈদপুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে চাঁদপুরের কচুয়া উপজেলার ৫নং পশ্চিম সহদেবপুর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীদের নিয়ে প্রসন্নকাপ দ্বিনীয়া মাদ্রাসা মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, চাঁদপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও কচুয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আলহাজ¦ মো. আইয়ুব আলী পাটওয়ারী।

ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. সোহরাব হোসেন সুমনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. শহীদ উল্লাহ পাটওয়ারী, বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম মৃধা, ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মো. মফিজুর রহমান, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক মো. মামুনুর রহমান ভূঁইয়া, ইউপি সদস্য মোখলেছুর রহমান, গোলাম খাজা, আব্দুল হান্নান, ইউনিয়ন যুবলীগের আহবায়ক মো. আজাদ হোসেন, আকতার হোসেন, আরিফ হোসেন জয়, ডালিম সরকার, ইউনিয়ন যুবলীগের সদস্য সচীব কামাল হোসেন, সদস্য রুবেল আহমেদ প্রধান প্রমুখ। এসময় সকল ভেদাভেদ ভুলে আগামীতে দলের স্বার্থে সকল নেতাকর্মী ড. সেলিম মাহমুদ এমপির নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহবান জানান।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২১ জুন ২০২৪

Share