কচুয়া উপজেলার গোহট উত্তর ইউনিয়নের অন্তর্গত নুরপুর মডেল কিন্ডারগার্টেনের বার্ষিক পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৫ ফেব্রুয়ারি শনিবার দুই পর্বের অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথম পর্বে ছিলো আলোচনা সভা ও দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানসহ পুরষ্কার বিতরণ। প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক পারভীন আক্তারের সভাপতিত্বে ও সহকারী শিক্ষিকা নুসরাত শাহীন নুপুরের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কিন্ডারগার্টেনের পরিচালক ও কচুয়া উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব এডভোকেট মাঈন উদ্দীন মাইনু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম ও কচুয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবুল হোসেন।
এছাড়াও বক্তব্য রাখেন ওই প্রতিষ্ঠানের শিক্ষিকা নাছরিন আক্তার, সেলিনা আক্তার, আইরিন, রেহেনা আক্তার, ছাত্র অভিভাবক বোরহান উদ্দীন, আবু নছর মানিক মিয়াজী ও জাকির হোসেন।
দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানটি উপস্থাপন করেন প্রাক্তন ছাত্রী ইশরাত আলম ইমু।
আবৃতি, কৌতুক, নৃত্যসহ বিভিন্ন সংগীতে অংশ নেয় শিক্ষার্থী ইকরা, মনিরা, আদিবা, জাহিন, রাহা, মেহজাবীন, সুমাইয়া, ইলমা, আরমান, তাসনিম, তানজিম, আরিয়ান, ইরফান, ঝুমুর, ফারিহা, নাজমুল, সুলতানা, তানিসা ও আরেফিন।
সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২৫ ফেব্রুয়ারি ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur